নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার।। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ১০ হাজার টাকা করে সরকারি প্রনোদনা পেলেন মৌলভীবাজারের ১৮ জন সাংবাদিক। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে সরকারের দেয়া চেকগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে চেক প্রদান করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র ফজলুর রহমান, রাজনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন বখ্ত, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ অনেকে।