1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
২য় বিশ্বযুদ্ধের বোমা টেমস্ নদীতে-লণ্ডন নগর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে - মুক্তকথা
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

২য় বিশ্বযুদ্ধের বোমা টেমস্ নদীতে-লণ্ডন নগর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৯৩ পড়া হয়েছে

লণ্ডন বিমানবন্দরের এ ছবিটি বিবিসি থেকে নেয়া হয়েছে

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ৫শত কিলোগ্রাম ওজনের বোমা টেমস্ নদীতে পাওয়ার কারণে লণ্ডন নগর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।  সারাদিন ধরে বিমান বন্দর বন্ধ রাখার কারণে আজকের সকল উড্ডয়ন বাতিল করে দেয়া হয়েছে। ফলে ১৬হাজারেরও উপর যাত্রীদের এই দূর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। গত রোববার রাত ১০টায় বিমানবন্দর বন্ধ করা হয়। আজ এই খবর প্রকাশ করেছে বিবিসি।
লণ্ডন বিমান বন্দরের স্বাভাবিক কাজকর্ম চালানোর সময় গত রোববার ৫ম জর্জ ডক-এ এ বোমার সন্ধান পাওয়া যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছেন যে সফলভাবে বোমাটির নিষ্কৃীয়করণ সম্পন্ন হলে আগামী কাল মঙ্গলবার থেকে আবারো আগের নমুনায় সকল বিমান চলাচল পুনঃচালু হবে।
নিরাপদে একাজ করার জন্য এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে। মেট পুলিশ বলেছে ২১৪ মিটার এলাকা নিয়ে একটি ‘নিরাপদ এলাকা’ তৈরী করা হয়েছে এবং এ এলাকার সকল বাসীন্ধাদের আপাততঃ সরিয়ে নেয়া হয়েছে কাজ করার জন্য।
এদিকে নিউহাম কাউন্সিল উপদ্রুত বাসীন্ধাদের সাময়িক অবস্থান ও চা-নাস্তার জন্য একটি ব্যবস্থা করেছে। এখানে ঘুমানোর বিছানাও রাখা আছে।
উল্লেখ্য, এর আগেও গতবছর একটি বোমা এম৬ এ বার্মিংহামের কাছে নিষ্কৃয় করা হয়েছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT