1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে চাল বিতরণ এবং মণিপুরি জনগোষ্ঠীর সমস্যা ও উত্তরণ - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে চাল বিতরণ এবং মণিপুরি জনগোষ্ঠীর সমস্যা ও উত্তরণ

কমলগঞ্জ ও শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিদ্বয়॥
  • প্রকাশকাল : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৯৫ পড়া হয়েছে

কমলগঞ্জে মণিপুরি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের মণিপুরি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জুন) সন্ধ্যায় বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে সমাজকর্মী সমরজিত সিংহের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান তথ্য কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সভাপতি চন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, প্রবীন সাংবাদিক ও সমাজসেবক আব্দুলল হান্নান চিনু। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ। আলোচনায় অংশ নেন মণিপুরি যুবকল্যাণ সমিতির সাবেক সভাপতি নিখিল কুমার সিংহ, প্রভাষক সনজু কুমার সিংহ, লেখক সুশীল কুমার সিংহ, সমাজকর্মী রুপেন্দ্র কুমার সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বিকুল চক্রবর্তী, নির্মল এস পলাশ, পত্রস্নান ইকো রিসোর্টের পরিচালক জসিম খান রিজভি প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম রহমান মণিপুরি সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সকল ধর্মবর্ণ জাতিমিলে শান্তিতে বসবাস করার জন্য। এদেশে সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে বসবাস করার জন্য কাজ করতে হবে। সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবাই একসাথে কাজ করতে হবে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে বঞ্চনা থেকেই যাবে। উন্নয়নের পাশাপাশি মানুষের মানবিক গুণের উন্নয়ন হতে হবে।

সভায় মণিপুরি সম্প্রদায়ের নিজস্ব কমিউনিটির মধ্যে খাসজমি বন্দোবস্ত করা, বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মণিপুরিদের কোটা পদ্ধতি সঠিক বন্টন করা, মণিপুরি এলকায় সরকারি লীজকৃত জমি মণিপুরিদের মধ্যে লীজের ব্যবস্থা করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

 

শ্রীমঙ্গল পৌরসভা ও সদর ইউনিয়নের পক্ষ থেকে চাল বিতরণ

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে সাড়ে ৪ হাজারের উপরে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রবিবার(২৫ জুন) সকালে সরকারের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বিনামূল্যে প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

পৌরসভার মহসিন অডিটরিয়ামে পৌর মেয়র মো. মহসিন মিয়া মধুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, ছাদ উদ্দিন, আলকাছ মিয়া, চয়ন রায়, মসুদুর রহমান মসুদ,কাউন্সিলর হানিফ চৌধুরী, মহিলা কাউন্সিলর রোকেয়া পারভীন, শারমিন জাহান ও তানিয়া আক্তার প্রমুখ।
জানাযায়, ৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে এ বিতরণ করা হয়।

এছাড়াও শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়নে ৩৩শ পরিবারের মধ্যে সরকারের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বিনামূল্যে এ চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
ইউপি চেয়ারম্যান মো: দুধু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথি ছাড়াও স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT