বোষ্টন থেকে আব্দুল বাসিত।। ২০১৮সালের ২৬শে মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছেন ওয়াশিংটন শহরের মেয়র মুরিয়েল বোজার। গত বুধবার ২৮শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়রের এ ঘোষণা পাঠ করে শুনানো হয়।
এই দিনে বাংলাদেশের জনগন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বকে এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বকে স্মরণ করে, যাদের জন্য দেশটি স্বাধীন হয়েছিল বলে পঠিত ওই ঘোষণায় বলা হয়।
‘বাংলাদেশ সারা বিশ্বের জন্য এক উদাহরণ এবং বাংলাদেশের সাথে বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে মেয়র তার ঘোষণায় বাংলাদেশকে পরমতসহিষ্ণুতা, গণতন্ত্র ও বহু মত পথের মিলনকেন্দ্র বলে আখ্যায়িত করেন।
ঘোষণায় ইংরেজীতে সবশেষে যেভাবে লেখা আছে-
“Now, therefore, I, THE MAYOR OF WASHINGTON, DC, congratulate the Ambassador and all the people of Bangladesh on this special occasion, and hereby declare March 26, 2018, as “BANGLADESH DAY,”. সূত্র: ইত্তেফাক