মুক্তকথা: মৌলভীবাজার, শনিবার ১লা অক্টোবর ২০১৬।। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির দুই দিন ব্যাপী সম্মেলন সমাপ্ত হয়ে গেল। সম্মেলনের দ্বিতীয় দিনে এডভোকেট মকবুল হোসেনকে সভাপতি ও নিলিমেষ ঘোষ বলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়। আরও গঠন করা হয় সাত সদস্যের জেলা সম্পাদক মন্ডলী ও তিনজন সংগঠক। মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনের উদ্ভোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড মঞ্জুরুল আহসান খান। সম্মেলন উদ্ভোধন শেষে একটি লাল পতাকার মিছিল মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে।
কাউন্সিলের মাধ্যমে গঠিত ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে আরো যারা আছেন তারা হলেন- সহ সাধারন সম্পাদক- এডভোকেট মাসুক মিয়া, সদস্য- খন্দকার লুৎফুর রহমান, জহর লাল দত্ত, আব্দুল লতিফ, রমাপদ ভট্টাচার্য্য যাদু, প্রতাপ সিংহ, আব্দুল ওয়াহিদ, আহমেদ সিরাজ, সমীরণ পাল, মোসাদ্দেক মেলা, সৈয়দ মোশারফ আলী, জলী পাল, সাইফুর রহমান, জিতেন্দ্র সিংহ, জাহাঙ্গীর জয়েস, নিতাই মিত্র, ছুরুক আহমদ।
আব্দুল হাফিজ চৌধুরী ইমু, আবু রেজা সিদ্দিকী ইমন এবং সঞ্জয় সিংহ সঞ্জু জেলা কমিটির সংগঠক হিসাবে নির্বাচিত হন। এছাড়া সাত সদস্যের জেলা সম্পাদক মন্ডলী গঠন করা হয়। সম্পাদক মন্ডলীর সদস্যগন হলেন- খন্দকার লুৎফুর রহমান, মকবুল হোসেন, নিলিমেষ ঘোষ বলু, মাসুক মিয়া, জহর লাল দত্ত, রমাপদ ভট্টাচার্য্য যাদু, জাহাঙ্গীর জয়েস।
সম্মেলন উদ্ভোধন শেষে একটি লাল পতাকার মিছিল মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে আবার জনমিলনে ফিরে আসে। এর পর সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারন সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমরেড মঞ্জুরুল আহসান খান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন।
এছারাও সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট মগনু মিয়া, এডভোকেট আবু মোঃ ইয়াহিয়া মুজাহিদ, কৃষক নেতা আব্দুল মালিক, এডভোকেট মকবুল হোসেন, এডভোকেট মিজানুর রহমান, জহর লাল দত্ত, এডভোকেট মাসুক মিয়া, আব্দুল লতিফ, এডভোকেট নাজমা বেগম, জলী পাল, সৈয়দ মোশারফ আলী, মোসাদ্দেক মেলা, সাইফুর রহমান, ছুরুক আহমদ, জাহাঙ্গীর জয়েস, কামরুল হাসান মিজু। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন রমাপদ ভট্টাচার্য্য যাদু।