মৌলভীবাজার দফতর থেকে: মঙ্গলবার, ৪ঠা অক্টোবর ২০১৬।। আজ মঙ্গলবার ৪ঠা অক্টোবর, দুপুরে মুক্তিযুদ্ধে শহীদ খোকা, মুকিত, শহিদ ও রানুর স্মরণে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের দক্ষিণাংশে, বিভিন্ন জাতের ফুল ও ফলের চারা লাগিয়ে “শহীদ উদ্যান” তৈরি করেছে মৌলভীবাজারের শিক্ষার্থীরা। এখানেই কয়েক সপ্তাহ আগে গত ২৮শে সেপ্টেম্বর স্থানীয় এমপি সায়রা খাতুন শিক্ষা প্রকৌশল অধিদফতরের কার্যালয় নির্মাণের জন্য স্থাপন করেন ইট-সিমেন্টের ভিত্তি প্রস্তর। সেই ভিত্তি ভেঙে দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে “শহীদ বৃক্ষ উদ্যান” তৈরি করেছে ছাত্ররা।
খেলার মাঠ রক্ষা ও ভবন নির্মাণের প্রতিবাদে এদিন ওই “শহীদ বৃক্ষ উদ্যান” তৈরী করতে গিয়ে শিক্ষার্থীরা সকালে শ্রেণীপাঠ বর্জন ও বিক্ষোভ সমাবেশ করে এবং পরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের কার্যালয় নির্মাণের জন্য চিহ্নিত ওই ভূমির চার পাশের খুঁটি উপড়ে ফেলে ভিত্তিপ্রস্তর ভেঙ্গে দেয়।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে ওই ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন স্থানীয় এমপি।
এদিকে, গত ৩রা অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র তথা মৌলভীবাজারের শিক্ষার্থীদের “খেলার মাঠ ও শিক্ষার পরিবেশ রক্ষা” আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রবাসে অবস্থানরত প্রাক্তন ছাত্রগন লন্ডনে এক প্রতিবাদ সভার আয়োজন করেন। সভায় সকলেই মৌলভীবাজারের শিক্ষার্থীদের ওই মাঠ রক্ষা আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানান এবং মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসকের কাছে স্কুলের এই জমিটি বাদ দিয়ে অন্যত্র ‘প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়’ নির্মাণের প্রয়োজনীয় ভূমির ব্যবস্থা করার অনুরোধ ও জোর দাবী জানান। বৃহত্তর সিলেট উন্নয়ন ও কল্যাণ কাউন্সিলের দফতরে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্রনেতা বিশিষ্ট রাজনীতিক মসুদ আহমদ।
সভায় আলোচনায় অংশ নেন হারুনূর রশীদ খান, আব্দুল মান্নান, নুরুল ইসলাম মাহবুব, সৈয়দ এ কাইয়ুম কয়ছর, সত্যব্রত দাস স্বপন, আব্দুল আহাদ চৌধুরী, সৈয়দ সুরুক আহমদ, সৈয়দ ইকবাল, সুভাগত দে, গৌরিস, মোহাম্মদ ইমন প্রমূখ নেতৃবৃন্দ।