চরিত্র গঠন করে দেশ সেবায় এগিয়ে আসতে হবে
-মৌলভীবাজার জেলা প্রশাসক
মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেছেন, মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ায় মনযোগী হয়ে আরও সামনে এগিয়ে যেতে হবে। কোরআন হাদিসের মাধ্যমে নিজের চরিত্র গঠন করে দেশ ও জাতীর জন্য কাজ করতে হবে। সোমবার মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, রাসুল(সাঃ) এর আদর্শ ছাড়া অন্য কোন আদর্শে কল্যান নাই। সুতরাং আমাদের সর্বাবস্থায় রাসুলের আদর্শ ধারন করে দেশকে এগিয়ে নিতে হবে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ মোঃ আব্দুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন, জামেয়ার ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ সায়েদ আলী, জামেয়ার চেয়ারম্যান মো আব্দুল মান্নান, এডভোকেট মোস্তাক আহমদ মম, আহমেদ ফারুক, মাও আব্দুল সোবহান খান, আজিজ আহমদ কিবরিয়া, হাফিজ তাজুল ইসলাম, আব্দুল কুদ্দুছ নোমান, জাহিদুর রহমান, বদরুল ওয়াহিদ, মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।