ঢাকা: বন্যা নয় বৃষ্টির জলে শহরের এ অবস্থা। এখন থেকে ১৭ঘন্টা আগে ফেইচবুকার সাংবাদিক সাইফুদ্দীন আহমদ নান্নু তার ফেইচবুকে এ ছবিগুলি প্রকাশ করেছেন। তিনি আরো অনেক ছবিই দিয়েছেন। সেই ছবিগুলো থেকে বেঁচে বেঁচে আমরা কয়েকটি এখানে তুলে ধরলাম। আমাদের মনের ভাবনা এ কোথায় আমরা অবস্থান করছি আমরা নিজেরাই বুঝতে পারিনি বলে।
নান্নু সাহেব এক লাইন লিখেছেন তার মত করে। তবে তার ওই এক লাইনে ফুটে উঠেছে আমাদের বিকলাঙ্গ সংকটাপন্ন শহুরে জীবনের ভ্রান্তি, লুটপাট আর মহাদূর্ভোগের অখাট্য চিত্র হয়ে। স্থির চিত্র গুলি তিনি কখন ধারন করেছেন বা সদ্য তোলা কি-না তা অবশ্য উল্লেখ করেননি। তবে তার ওই লাইনগুলির মর্মার্থ উদ্ধার করার প্রয়াস নিলেই বুঝা যায় যে ছবিগুলি খুবই অধুনা তোলা। ছবিগুলো দেখার পর আর কোন প্রবন্ধ-নিবন্ধ লিখার ইচ্ছাই জাগেনি মনে।
শুধুই ক্ষেপেছে মন অবজ্ঞার ছুরতহাল দেখে। ছবিগুলো যে বানোয়াট নয় তা আমি নিশ্চিত। মনে মনে শুধু প্রশ্ন জেগেছে উন্নয়নের এতো কথাকে এ ছবিগুলো কেমন যেনো অবজ্ঞার বৃদ্ধাঙ্গুলি দেখায়। ম্লান করে দেয় সব ঢাক-ঢোলকে! নান্নু লিখেছেন-“যুগ যুগের লুটপাট, মূর্খপরিকল্পনাবিদ আর লোভী, অদূরদর্শী রাজনীতিকদের পাপের ফসল এই নগরজল।” এ কথাগুলোর পর আর কিছু বলার থাকে না।