1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সংবাদ সম্মেলনে মামলার বাদি- ছাতকে করিমুন খুনের ঘটনা ভিন্নখাতে প্রবাহে তৎপরতা - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

সংবাদ সম্মেলনে মামলার বাদি- ছাতকে করিমুন খুনের ঘটনা ভিন্নখাতে প্রবাহে তৎপরতা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ১৪১৬ পড়া হয়েছে

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)।। ছাতকে করিমুন হত্যা মামলার প্রকৃত ঘটনা আড়াল করতে আসামিরা নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ছাতক প্রেসক্লাবে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মামলার বাদি লায়েছ মিয়া। এব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্মেলনে বাদির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাইফুল ইসলাম-মহসিন। এসময় উপস্থিত ছিলেন, হাজি জমসর আলী, বাবুল মিয়া, বসির উদ্দিন, মাহবুবুর রশিদ, রইছ আলী, ইসলাম উদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুল হাসিম, ছালিক মিয়া, আছমত আলী, রইছ মিয়া, লল মিয়া, মকবুল আলীসহ স্থানীয় খিদুরা ও লাড়িগাঁও গ্রামের লোকজন।


লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৫জুন উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউপির লাড়িগাঁও গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র লায়েছ মিয়ার সাথে পূর্ব বিরোধের জের ধরে তার বসতবাড়িতে সহযোগিদের নিয়ে হামলা করে প্রতিপক্ষ একই গ্রামের মৃত হোসেন আলীর পুত্র আরিফ আলী। এতে বাদি ও তার মাতাসহ কয়েকজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত করিমুন নেছাকে ছাতক হাসপাতালে ভর্তির পর ২৭জুন হাসপাতাল থেকে রহস্যজনক কারনে ছাড়পত্র দেয়া হলে বাড়িতে নেয়ার পর অবস্থার আরো অবনতি ঘটে। এতে ২৯জুন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ৩০জুন ভোরে চিকিৎসাধিন অবস্থায় করিমুন নেছা মৃত্যুবরণ করেন। এতে ৩জুলাই তার পুত্র লায়েছ মিয়া বাদি হয়ে ছাতক থানায় ১৮ব্যক্তির নামে হত্যা মামলা (নং ০৫, তাং- ০৩.০৭.২০১৭ইং) দায়ের করেন। এরপর আসামিরা বাদি ও তার পরিবারকে মামলা তুলে নেয়ার অব্যাহত হুমকি ও প্রাননাশের ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।
এব্যাপারে বাদি থানায় একটি জিডি (নং ৩৩৬, তাং ০৮.০৭.২০১৭ইং) রুজু করেছেন। এছাড়া একটি প্রভাবশালি মহলের অপতৎপরতায় মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের লক্ষ্যে স্থানীয় ও জাতিয় পত্র-পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ঘটনাকে বিকৃত করে নানা ধরনের বিভ্রান্তিমূলক মিথ্যা, সাজানো, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালিয়ে প্রশাসনকে প্রভাবিত করার অপচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। মামলার বাদি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT