আব্দুল ওয়াদুদ মৌলভীবাজার থেকে।। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাজারি এন্টারপ্রাইজগুলোর উল্যেখযোগ্য ভূমিকা অনস্বিকার্য। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের উদ্যোগে ও এবি ব্যাংক মৌলভীবাজার শাখার আয়োজনে মৌলভীবাজারে এসএমই উন্নয়নে ব্যাংকারদের অবদান ও করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্টিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক,সিলেটের মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়, বাংলাদেশ ব্যাংক সিলেটের উপমহাব্যবস্থাপক মোঃ আব্দুল হাছিব, এবি ব্যাংক লিমিটেড প্রদান কার্যালয়ের ইভিপি আব্দুল হাছিব। বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ন মহাব্যবস্থাপক শামীমা নার্গিস, এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শরীফ মোহাম্মদ মোহসীন, এবি ব্যাংক লিমিটেডের এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট অলিউর রহমানসহ অনেকেই।
এছাড়াও উপস্থিত ছিলেন, অগ্রনী ব্যাংকের মৌলভীবাজার জোনাল অফিসের এজিএম বিশ্বজিৎ দাস, মৌলভীবাজার ব্যাংকার এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু তাহের, অগ্রণী ব্যাংকের মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক ভজন চন্দ্র দাশ, পুবালী ব্যাংকের মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, সাউথ ইস্ট ব্যাংকের মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক শোয়েব আহমদ, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক তারেক মোঃ শাহাদাৎ উল্ল্যাহ ভূইয়া প্রমূখ। এসময় সকল তফসিলী ব্যাংকের আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক, এনজিও কর্মকর্তা, নারী উদ্যোক্তা, সাংবাদিক ও চেম্বার অব কমার্সের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।