মৌলভীবাজার অফিস।। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় জেলা শহরে অভিযান চালিয়েছে। রোববার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেয়া, একই রেফ্রিজারেটারে কাচা এবং রান্না করা খাবার রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, খাদ্যপন্যে ক্ষতিকর রং মেশানোসহ বিভিন্ন অপরাধের দায়ে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সমশেনগর সড়কস্থ দিল্লী রেষ্টুরেন্টকে ৭ হাজার, বেঙ্গল মিটকে ৫ হাজার ও আনন্দ ফুড বেকারীকে আরো ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ছিলেন সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর শেখর কান্তি পালসহ অনেকেই।