মৌলভীবাজার অফিস।। বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান’এর বিরুদ্ধে মামলায় সাজা, গত ২৩ ফেব্রুয়ারী শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শনী কর্মসূচীতে পুলিশি হামলা ও নির্বিচারে গ্রেফতারের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি(একাংশ, মিজান গ্রুপ)এর উদ্যোগে সোমবার দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান’এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের এম. সাইফুর রহমান সড়কের পশ্চিমবাজার থেকে শুরু হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামীম জাফর, জেলা যুবদল নেতা আব্দুস সালাম মেম্বার, জেলা জিয়া মঞ্চের আহবায়ক মুনাহিম কবির মেম্বার, পৌর তাঁতী দলের আহবায়ক মশিউর রহমান বেলাল প্রমূখ।
সমাবেশে গত ২৩ ফ্রেব্রুয়ারী বিএনপি’র শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শনী কর্মসূচীতে পুলিশি হামলা ও নির্ভিচারে গ্রেফতারের তীব্র নিন্দাসহ অন্যান্য রাজ বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।
এদিকে একই দাবীতে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পৃথক আরেকটি ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১২টার দিকে শহরের পূরাতন হাসপাতল সড়কে পৃথক এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নোমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।