ঢাকা।। বেগম জিয়া কোন অর্থ আত্মসাৎ করেননি এমন মন্তব্য করেছেন বিশ্বখ্যাত আইনজীবী ডঃ কামাল হোসেন। তবে দেশের অর্থ ব্যবস্থাপনায় তার সরকার মারাত্মক অনিয়ম করেছেন বলে তিনি মনে করেন। বেগম জিয়ার অর্থ তসরুপির এ মামলায় তিনি আইনজীবী হিসেবে কাজ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই খবরটি গতকাল ১লা মার্চ প্রকাশ করেছে তরুননিউজ২৪.কম।
অনলাইনটি লিখেছে, গত সোমবার বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফকরুল ইসলাম আলমগীর ডঃ কামাল হোসেনকে খালেদা জিয়ার পক্ষে আইনজ্ঞ হিসেবে কাজ করার অনুরোধ করলে, ‘ক্রিমিনেল প্র্যাকটিস’ তিনি করেন না বলে ডঃ কামাল অনুরোধ প্রত্যাখ্যান করেন। তবে নিম্ন আদালতের রায়ের নকল তিনি গ্রহন করেন। তরুননিউজ ডঃ কামাল হোসেনের জুনিয়রদের বরাত দিয়ে লিখেছে, নকল পড়ে তার অভিমত- টাকাটা যে সরকারী তা’তে কোন সন্দেহ নেই। সরকারি টাকা এভাবে কেউ তাদের ইচ্ছেমত একাউন্ট থেকে একাউন্টে স্থানান্তর করতে পারে না। এটি অন্যায় ও অনিয়ম।