মৌলভীবাজার প্রতিনিধি।। কুলাউড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত’র অভিযান চালিয়েছে। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কুলাউড়া উপজেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে অভিযান চালিয়েছে। মঙ্গলবার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন’এর নেতৃত্বে এ অভিযানে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারিত পরিমাপের ইটবিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, পুড়া তেল ব্যবহার করা, নকল ও অস্বাস্থ্যকর গুড় বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করাসহ বিভিন্ন অপরাধের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে মোঃ আল আমিন সাংবাদিকদের জানান, এ অভিযানে পৃথিমপাশা এলাকার রাজ ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, রবির বাজারস্থ সুজন মিষ্টি ঘরকে ৬ হাজার, একই বাজারের মোখলেছ মুদি দোকানকে ৫শ টাকা ও রবির বাজার ফামের্সীকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিনসহ অনেকেই।