লণ্ডন।। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, গত শনিবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত’ নামের তিন খন্ডের বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। বইটির প্রথম পর্বে পশ্চিমবাংলা, দ্বিতীয় পর্বে ত্রিপুরা এবং তৃতীয় পর্বে আসাম ও মেঘালয় রাজ্যের সে সময়ের বিষয় নিয়ে লেখা হয়েছে বলে জানান বইগুলোর গ্রন্থনা ও সম্পাদনাকারী লেখক ও সাংবাদিক হারুন হাবীব।
তিনি জানান, বইটি প্রকাশের জন্য দীর্ঘদিন গবেষণা ও তথ্যানুসন্ধান শেষে তিন পর্বের বইটি বের করা হয়েছে। অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামসহ আরও অনেকে। সংবাদ সূত্র: সময় নিউজ.কম