মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের প্রবীন সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আইনজীবী গজনফর আলী চৌধুরী স্মরণে পৃথক দুটি শোক সভা অনুষ্ঠিত হয়ে গেল। জেলা আইনজীবী সমিতি ও নাগরিক স্মরণসভা কমিটি এর আয়োজন করে। রোববার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের নীচতলায় জেলা আইনজীবী সভাপতি এডভোকেট রমা কান্ত দাশ’এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রবীন আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান, এড.শান্তিপদ ঘোষ, রমাপদ দেব সজল, আনোয়ারুল ইসলাম জাবেদসহ অনেকেই। এতে আইনজীবী সমিতির সদস্যসহ অর্ধ্ব শতাধিক উকিল উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার সন্ধ্যায় এম, সাইফুর রহমান অডিটোরিয়ামে গজনফর আলী চৌধুরীর স্মরণে নাগরিক স্মরণ সভা কমিটি পৃথক আরেকটি শোকসভার আয়োজন করে। ডা: গোপেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সৈয়দ আবু জাফর এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন- মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, প্রবীন রাজনীতিবীদ পংকজ ভট্টাচার্য, গজনফর আলী পত্নী প্রাক্তন মহিলা এমপি সৈয়দা হাছনা বেগম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম, আব্দুল মালিক, তবারক হোসাইন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি প্রশান্ত দেব, ফজলে হোসেন বাদশা প্রমুখ। উল্লেখ্য গত ২০ এপ্রিল মৌলভীবাজার শাহমোস্তাফা সড়কস্থ নিজ বাসভনে বার্ধ্যক্য ও দীর্ঘ মেয়াদী রোগে পরলোকগমন করেন গজনফর চৌধুরী।