1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বন্যা সমস্যার স্থায়ী সমাধানে সেমিনার ।। জোর দেয়া হয়েছে নদী খননের উপর - মুক্তকথা
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

বন্যা সমস্যার স্থায়ী সমাধানে সেমিনার ।। জোর দেয়া হয়েছে নদী খননের উপর

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৪৭৩ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের মনু ও ধলাই নদী খনন এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধান এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনার হয়েছে মৌলভীবাজারে। শনিবার একটি অভিজাত হোটেল হলরুমে বিশিষ্ট কমিউনিটি নেতা হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম এডমিন মোঃ বশির খাঁন এর সভাপতিত্বে ও সংগঠক এম. মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও হাওড় উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক বিশিষ্ট পানি বিশেষজ্ঞ মোঃ ইনামুল হক। মূলপ্রবন্ধ উপস্থান করেন পানি উন্নয়ন বোডের্র মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্ত্তী।

বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি মো: কামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, কবি সৌমিত্র দেব টিটু।
স্বাগত বক্তব্য রাখেন নাট্যপরিচালক খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. মুজিবুর রহমান মুজিব, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, দৈনিক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার ইমজার সভাপতি শাহ অলিদুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, বাসস জেলা প্রতিনিধি ডাঃ সাদিক আহমেদ, মৌলভীবাজার মহিলা কলেজের অব: প্রিন্সিপাল অধ্যাপক শাহজাহান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষিকা(অবঃ) সোয়ারা বেগম প্রমূখ।
সেমিনারে বক্তারা মৌলভীবাজারে বন্যা সমস্যার স্থানী সমাধান চেয়ে বলেন, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষে জেলার প্রদান নদী সমূহের ড্রেজিং করা প্রয়োজন। পাহাড় হতে নেমে আসা ছোট বড় সংযোগকারী ছড়া সমূহ খনন করা আগাম বন্যা মুকাবেলায় হাওড়ের মাঝে অবস্থিত খাল সমূহ খনন করলে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতাও কমে আসবে। মৌলভীবাজার জেলার নদী সমূহের উভয় তীরের নির্মিত প্রতিরক্ষা বাঁধ সমূহের উচ্চতা বৃদ্ধির লক্ষে যথাযত সমিক্ষার মাধ্যমে ডিজাইন লেভেল পূণঃনির্ধারণ করা সহ সকল ঝুঁকিপূর্ণ স্থান সমূহের মেরামত করা প্রয়োজন। এছাড়াও হাকালুকি হাওড়, হাইল হাওড় সহ সোনাই, জুড়ি, ফানাই, গোপলা নদীসমূহ খনন করার মাধ্যমে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে বন্যা জনিত জলাবদ্ধতা সমস্যা সমাধান করা সম্ভব সহ তারা আরো বিভিন্ন প্রস্তাপনা ও অভিমত ব্যক্ত করেন। উল্লেখ্য, সেমিনারের আয়োজন করেছিল “মনু ও ধলাই নদী খনন চাই” নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT