সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান আর নেই। গতকাল সকাল ৮টার দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুরুতর অসুস্থ অবস্থায় গত প্রায় এক মাস ধরে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। গতকাল জোহরের নামাজের পর হজরত শাহজালাল(রহ.)-এর দরগাহ মসজিদ প্রাঙ্গণে শাহ আজিজুর রহমানের প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগিপুর গ্রামে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগসহ অন্যান্য নানা রোগে ভুগছিলেন। তখনই সিলেটের বিভিন্ন সংবাদ মাধ্যম তার সংকটাপন্ন অবস্থার কথা লিখেছিল।
ষাট-সত্তুরের দশকে শাহ আজিজ সিলেট ছাত্রলীগের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন রণাঙ্গনের এক সাহসী মুক্তিযোদ্ধা।