লণ্ডন।। আজ বুধবার ১৯শে সেপ্টেম্বর ২০১৮সাল প্রখ্যাত হিন্দী কবি, সাংবাদিক ও চিত্রসমালোচক ভিষ্ণু খের মানুষের গড়ে তোলা এ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলেগেলেন। দিল্লীর “জিবি পান্থ” হাসপাতালে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮বছর। কবি ভিষ্ণু মস্তিস্কে রক্তক্ষরণের কারণে গত সপ্তাহের এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন থেকেই তাকে নিবিড় নিরীক্ষা ও পরিচর্যায় রাখা হয়েছিল। হাসপাতালে ভর্তির পর থেকেই তার অবস্থা খুব জটিল ছিল।
ভারতের মধ্যপ্রদেশে জন্মনেয়া ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর এই কবি ২০১৮সালে দিল্লী হিন্দি একাডেমীর দায়ীত্বপ্রাপ্ত হয়েছিলেন। খের তার বর্ণাঢ্য সাংবাদিকতা শুরু করেছিলেন, ইন্দোর থেকে প্রকাশিত হিন্দি সংবাদপত্র “দৈনিক ইন্দোর” থেকে। পত্রিকায় তিনি সাহিত্য ও সংস্কৃতির উপর কলাম লিখতেন। তবে তিনি বেশী খ্যাতিমান ছিলেন তার হিন্দি কবিতার জন্য।
ইংলিশ কবি টিএস এলিওট-এর বহু কবিতা তিনি হিন্দিতে অনুবাদ করেছেন। তার সাহিত্যধর্মী কাজের জন্য তিনি বহু দেশী-বিদেশী খেতাব ও পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। ছবি ও তথ্য “ন্যাশনেল হেরাল্ড” ও “নবজীবন”