মুক্তকথা সংবাদ কক্ষ।। ভারতের বিহারের ঘটনা। একটি সরকারী স্কুলের ছাত্রদেরকে শেষ পর্যন্ত ফুটপাতে ঘুমিয়ে রাত কাটাতে হলো। এমন কোন হৃদয় বিদারক ঘটনা ঘটেনি। তবে ঘটতে পারতো। অনেকটা হাস্যকর হলেও সত্য যে বিহারের চীপ মিনিষ্টারের ‘দর্শন স্কীম’এর আওতায় এক আমন্ত্রনে সে রাজ্যের পূর্ব চাম্পারানের মিডিল স্কুলের একদল ছাত্রকে আনা হয়েছিল রাজধানী পাটনায়। বিহারের একটি ঐতিহাসিক স্মৃতিশৌধ দেখার জন্য। অভিযোগে জানা যায়, এসব ছাত্র অবশেষে রাত কাটাতে হয়েছে নিরাপত্তাহীন রাস্তায় ঘুমিয়ে। ঘটনার বিবরনে জানা যায়, ছাত্রদের নিয়ে আসা বাস নষ্ট হয়ে যায়। ফলে তাদের বাধ্য হয়ে থাকতে হয়। হঠাৎ করেই এমন অবস্থায় এরা কোথায় যাবে? কোন উপায়ান্তর না পেয়ে ছাত্ররা পাটনার বেইলি রোডে অবস্থিত ‘পাটনা জোলজিকেল পার্ক’এর সামনের রাস্তায় অসহায় অবস্থায় রাত কাটায়। অথচ এই রাস্তার কাছেই রয়েছে মন্ত্রীপাড়া, অফিসার্স ভবন। এমনকি এককিলোমিটার দূরেই ছিল মূখ্যমন্ত্রীর বাড়ী ও ‘গভর্নর হাউস’। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এসব কিশোরদের কি এতো বড় বড় মন্ত্রী অফিসারদের বাড়ীর বারান্দায়ও রাখার ব্যবস্থা করা যেতো না? সংবাদ সূত্র: ন্যাশনেল হেরাল্ড