শ্রীমঙ্গল সংবাদদাতা।। বন বনানী জানি জানাই, ভালোবেসে বনকে বাঁচাই, এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হলো আন্তর্জাতিক বন দিবস ২০১৯। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০ঘটিকায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার এর আয়োজনে ও পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এক পথ শোভাযাত্রা শ্রীমঙ্গল শহরে বের করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু মুসা শামসুল মোহিত চৌধুরী।
এতে আরও উপস্থিত ছিলেন পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি সালাউদ্দিন আহমেদ, সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. আলী,লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং, দ্বীপ শিখা প্রি ক্যাডেট এ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক সুরঞ্জনা সিনহা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।