মুক্তকথা সংবাদ।। গতকাল বুধবার ৩রা এপ্রিল, মৌলভীবাজার শহরের চৌমুহনা ও প্রেসক্লাব মোড়সহ আরো কয়েকটি স্থানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের বিভিন্ন ধারায় ২টি প্রতিষ্ঠানকে মোট ২২হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে নিষিদ্ধভাবে ফ্রিজে পুরানো মাংস রেখে বিক্রিকরা ও ফ্রিজে প্রস্তুতকৃত গ্রিল ও কাঁচা মাংস রাখার অপরাধে অভিযুক্ত করা হয়। তা ছাড়াও খাবারে মাছি থাকা, নোংরা পরিবেশে খাদ্য তৈরীকরা ইত্যাদি অপরাধে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিন-এর নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে সদর মডেল থানা পুলিশ ফোর্স সহযোগীতা করে।