দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। প্রয়াত শিল্পীর ভায়রা ভাই অরূপ শ্যাম চৌধুরী বাপ্পা সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিউইয়র্কে আছেন।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ২৬ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেয়া হয়েছিলো দেশের কিংবদন্তি এই সংগীতশিল্পীকে। কিন্তু সুস্থ হয়ে আর প্রিয় জন্মভূমিতে ফেরা হলো না তার। তাঁর মৃত্যু সংবাদে দেশে-বিদেশে সংগীত প্রিয় বাঙ্গালী জনগোষ্ঠীতে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে লাখো-কোটি শ্রোতা হারালো প্রিয় আপনজনকে। কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে আমরা গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।