কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে বিভিন্ন বিষয়ে ১০দিনব্যাপী কর্মশালার উদ্বোধন
প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ।। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে মণিপুরি সংস্কৃতি খুবই সমৃদ্ধ। মণিপুরীদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করণে নৃত্য, গান, মৃদঙ্গ, আবৃত্তি, তবলাসহ ১০টি বিষয়ে ১০দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার, ১৫ই মে সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে মণিপুরি ললিতকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মণিপুরি ললিতকলা একাডেীর উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) আশেকুল হক।
মণিপুরি ললিতকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক সুভাশীষ সিনহার সঞ্চালনায় প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি ললিতকলা একাডেমির নির্বাহী সদস্য ও লেখক-গবেষক আহমদ সিরাজ, গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ প্রমুখ। মণিপুরি ললিতকলা একাডেমি সূত্রে জানা যায়, নৃত্য, গান, আবৃত্তি, নাটক, ভাষা ও বর্ণলিপি, তবলাসহ ১০টি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণে মোট ১২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।
|
কমলগঞ্জে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
প্রনীত রঞ্জন দেবনাথ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের পতনউষার গ্রামে ১৩০ দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাষ্ট্রের উদ্যোগে বুধবার (১৫ মে) বিকাল ৩টায় এ ট্রাষ্টের ট্রাষ্টি সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীর বাড়িতে এসব সামগ্রী বিতরণ করা হয়। আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাষ্টের সভাপতি আব্দুল রশীদ(ফুল)-এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জয়নাল আবেদীন, সাংবাদিক নুরুল মোহাইমিন (মিল্টন) মহসীন আহদ। আয়োজকরা জানান, ১৩০ দুঃস্থ ও দরিদ্র পরিবারের প্রতি পরিবারে ১০ কেজি করে চাল, ২ কেজি চানা(ছোলা বুট), ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল, ৩ কেজি পিয়াজ, ২ কেজি চিনি, ১ কেজি সেমাই ও ১ কেজি করে খেজুর প্রদান করা হয়।
|