মুক্তকথা সংবাদকক্ষ, ঢাকা।। “জঙ্গিবাদের বিধ্বস্ত অবস্থার উপর দাঁড়িয়ে সুশাসনের বাংলাদেশ গড়ে তুলতে, জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা ও তেতুলতত্ত্ব শিকড়সহ উপড়ে ফেলতে, বৈষম্যের অবসান ঘটিয়ে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করার অঙ্গিকারের রাজনীতিতে চুক্তিবদ্ধ হতে হবে।” গতকাল রাজধানী ঢাকায় জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে জাসদ সভাপতি, প্রাক্তন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি উপরোক্ত মন্তব্য করেন।
গত কাল ১২ই জুলাই শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-এর কেন্দ্রীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়ে গেলো রাজধানীর কাজী বশির মিলনায়তনে(ঢাকা মহানগর নাট্যমঞ্চ)। অনুষ্ঠিত উক্ত প্রতিনিধি সম্মেলনে সারা দেশের ৬৮টি জেলার হাজার খানেক কর্মীসাথী যোগ দেন। সভায় যুক্তরাজ্য থেকে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক এডভোকেট হারুনূর রশীদ। সভা পরিচালনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেত্রী সংগঠনের সাধারণ সম্পাদক শিরিণ আখতার এমপি। সভায় জাসদের অসংখ্য বয়স্ক প্রাক্তন নেতা উপস্থিত ছিলেন।