সোনার বাংলা ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতা
মৌলভীবাজারে সামাজিক সংগঠন সোনারবাংলা আদর্শ ক্লাবের তৃতীয় মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্কুল-মাদ্রাসার কয়েক শত শিক্ষার্থীদের শতস্ফুর্ত অংশগ্রহণে শুক্রবার (০৪ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ও মনুমুখ ইউনিয়নের ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় ও ৮ম শ্রেণীর ৭৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। সাধুহাটি এবি উচ্চ বিদ্যালয় ও সাধুহাটি ফজলুল হাসান ক্যাডেট মাদ্রাসায় এই প্রতিযোগিতা হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন- মনুমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক সেফুল, সাধুহাটি এবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আহমেদ, বিমল গোস্বামী, সোনারবাংলা আদর্শ ক্লাবের সভাপতি কয়েছ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি তোফায়েল আহমেদ, শাকির হোসেন, মুনাইম আহমেদ, সাইফুল ইসলাম উজ্জল, জায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সহ-সম্পাদক আলামিন কবির সোহাগ, শাম্মু চৌধুরী, অপু বর্মণ, হাফিজ জুবায়ের আহমেদ, অর্থ সম্পাদক মামুনূর রশীদ মাছুম, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ টিপসহ অনেকে।
সোনার বাংলা আদর্শ ক্লাবে প্রতিবছর এ দুটি ইউনিয়নে মেধা যাচাই প্রতিযোগীতার আয়োজন করে আসছে। গেল বছরগুলোর তুলনায় এবছর অংশগ্রহণকারী প্রতিযোগী শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। ভবিষ্যতে সম্পূর্ণ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগীতার আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।
|