মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজারের কমলগঞ্জে প্রগতিশীল বাম রাজনীতিবিদ, হাওর করাইয়া কৃষক আন্দোলনের সংগঠক, লেখক-সাংবাদিক, কবি ডা. আবু কায়সার খানের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার, ১৯শে অক্টোবর, সকাল সাড়ে ১০টায় মুন্সীবাজার ইউপি’র মির্জানগরস্থ তার সমাধিতে বিপ্লবি কবি আবু কায়সার খান স্মৃতি পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ডা. অবনী শর্ম্মার সভাপতিত্বে ও অমলেশ শর্ম্মার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি শহীদ সাগ্নিক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষক নেতা ডা: আব্দুর রাজ্জাক, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুল আমীন খান(সুইট), কৃষক নেতা রমজান আলী পাখি, ডা: হৃষিকেশ পাল, ডা: রাকেশ মোহান্ত, ডা: সারদা মল্লিক, রাজনীতিবিদ এনামুল হক, আং রউফ ঈমানি, অবসরপ্রাপ্ত শিক্ষক চিত্তরঞ্জন দেবনাথ, সমাজসেবক ধীরেন্দ্র মালাকার, সুজিত দেবনাথ ও প্রয়াতের ছোট ভাই আব্দুল মুগ্নি খান হেলাল প্রমুখ।