আব্দুল ওয়াদুদ।। পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান বলেছেন, আমরা কর্ণফুলির নিচে টানেল বানাচ্ছি। নদীর উপর পদ্মাসেতু বানাচ্ছি। আমরা আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইন পাঠিয়েছি। রুপপুরে পারমাণবিক বিদুৎ কেন্দ্র বানাচ্ছি। আমরা সকল জেলাগুলোকে যোগাযোগের ক্ষেত্রে চার লেনের মধ্যে নিয়ে আসব। সকল রেলকে ডুয়াল গেজের মধ্যে নিয়ে আসব।
মন্ত্রী আরো বলেন, মাদকের ভয়াবহতা রুখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ মাদক তরুণ প্রজন্মের ভবিষ্যতকে ক্ষতিগ্রস্থ করছে। আমাদের পূর্বসুরীরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে যখন মুক্তি দিতে পেরেছেন তাদের উত্তরাধীকারী হিসেবে আমরা সকল প্রতিকূলতা ভেঙ্গে এগিয়ে যেতে সক্ষম হবো।
আজ শনিবার ৩০শে নভেম্বর দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজব বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথা বলেন।
কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দে, পুলিশ সুপার ফারুক আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।
এর আগে মন্ত্রী মৌলভীবাজার পৌরসভার টিএলসিসি সভায় যোগ দেন। পরে পৌরসভার সিনিয়ন সিটিজেন পার্ক প্রবীণাঙ্গন এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানসহ অন্যান্যরা।