বিদায়ী স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান বলেন, সরকারের নিয়ম অনুযায়ী আমাদের সবাইকে বদলী হতে হয়। এটা আমাদের চাকরী জীবনের একটি নিয়মিত অংশ। চাঁদপুরে আমি দুই বছর দুই মাস কর্মরত ছিলাম। এ সময়ে আমি আপনাদের সাথে কাজ করতে পেরে খুবই আনন্দিত। মাঠ পর্যায়ে প্রকল্পের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক কিছু শিখতেও পেরেছি। আসলে দেশের উন্নয়নের জন্য আমাদের একযোগে কাজ করতে হবে। এখন দেশের প্রশাসন জনবান্ধব। জনগণের কল্যাণে জেলা ও উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। দেশ ও দশের সেবা করতে পারলে সত্যিই আনন্দ পাওয়া যায়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জেলা প্রতিনিধি (ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর) নিকোলাস বিশ্বাস বিদায়ী উপসচিব মোহাম্মদ শওকত ওসমান মহোদয়ের উদ্দেশ্যে বলেন, আপনার সঙ্গে কাজ করতে পেরে আমরাও কৃতজ্ঞ। যখনই কোন সহযোগীতার জন্য আমরা আপনার কাছে গিয়েছি তখনই সহযোগিতা পেয়েছি। আপনার মধ্যে আমরা কোন বিরক্তির ভাব লক্ষ্য করিনি। গ্রাম আদালত সক্রিয়করণে আপনার নেতৃত্ব ও পরামর্শ আমাদের জন্য অনেক সহায়ক ছিল। কাজের প্রতি আপনার একাগ্রতা ও ধৈর্য্য আমাদের দারুনভাবে উৎসাহিত করেছে। এখানে উপস্থিত গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সকল কর্মকর্তা ও গ্রাম আদালত সহকারীদের পক্ষ থেকে আপনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি নতুন কর্মস্থলে আপনার সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।
চাঁদপুরে ২০১৭ সাল হতে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি কাজ করছে। জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনায় স্থানীয় সরকার উপপরিচালক প্রকল্পটি পরিচালনা করেন। প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়নে তাকে সহযোগিতা করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একজন জেলা প্রতিনিধি যিনি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করেন। এছাড়াও মাঠ পর্যায়ে প্রকল্পটি সরাসরি বাস্তবায়নে সরকারের পাশাপাশি কাজ করছে সহযোগী সংস্থা ব্লাস্ট। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্লাস্টের কর্মীবৃন্দ রয়েছে।
২০১৭ হতে এ পর্যন্ত চাঁদপুরে মোট ৪ জন স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে কাজ করেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশী সময় ধরে কাজ করেছেন মোহাম্মদ শওকত ওসমান, উপসচিব। তিনি ২৫তম ব্যাচের (বিসিএস) একজন কর্মকর্তা। ২০১৭ সালের ১৫ অক্টোবর তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে তিনি স্থানীয় সরকার জেলা শাখায় উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এখানে কাজ করার সময়ই তিনি সরকারের উপসচিব পদে উন্নীত হন। সম্প্রতি মন্ত্রণালয় থেকে তার বদলীর আদেশ আসে এবং সে মোতাবেক তাকে কুমিল্লায় পূর্ণকালীন স্থানীয় সরকার উপপরিচালক হিসেবে বদলী করা হয়। শীঘ্রই মোহাম্মদ শওকত ওসমান তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।
অনুষ্ঠানে বিদায়ী স্থানীয় সরকার উপপরিচালক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান, উপসচিব মহোদয়কে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প চাঁদপুর-এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃজ্ঞতা প্রকাশস্বরূপ ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।
মোহাম্মদ শওকত ওসমান ফতেপুর-পূর্ব ইউনিয়নের গ্রাম আদলতে মামলার নথি ও রেজিষ্টার পরিবীক্ষণ করছেন। ছবি: মুক্তকথা।
এর আগে গত ২১ নভেম্বর ২০১৯ জনাব মোহাম্মদ শওকত ওসমান, মতলব-উত্তর উপজেলার অন্তর্গত ফতেপুর-পূর্ব ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী উপপরিচালক সহ অন্যান্যদের স্বাগত জানান। এ সময় ইউপি সচিব দেওয়ান আব্দুল ওহাব ও গ্রাম আদালত সহকারী মোঃ আল কামাল হাসান উপস্থিত ছিলেন।
পরিদর্শনে শওকত ওসমান বলেন, আমাদের প্রতিটি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের নাগরিক হিসেবে ইউনিয়ন পরিষদে আগত নারী-পুরুষ প্রত্যেকের জন্য সমমানের সেবা নিশ্চিত করতে হবে। নারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা কর্তব্য। ব্যক্তিগত পরিচয় এবং সম্পর্কের উর্ধ্বে থেকে নিরপেক্ষ আচরণ করা দায়ীত্ব। সেবাপ্রার্থী আপনার কাছে এলে আন্তরিকতার সাথে তাকে গ্রহণ করুন এবং তার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনুন। এখন দিন বদলের সময়। আমাদেরও বদলাতে হবে এবং জনসেবায় সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে হবে। জনগণের পাশে আমাদের দাঁড়াতে হবে।
ফতেপুর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, আমাদের গ্রাম আদালতে জুলাই-২০১৭ হতে অক্টোবর-২০১৯ পর্যন্ত মোট ২২৪টি মামলা দায়ের এবং ২২০টি মামলা নিস্পত্তি হয়েছে। এখানে মাসে গড়ে ৭.৭ টি মামলা দায়ের এবং ৭.৬ টি নিস্পত্তি হয়েছে। গত দুই বছর পাঁচ মাসে এ আদালতে মোট ৯,৬০,২১৬(নয় লক্ষ ষাট হাজার দুই শত ষোল) টাকা ক্ষতিপূরণ বাবদ আদায় করা হয়েছে যা মামলার ক্ষতিগ্রস্থ পক্ষদের যথানিয়মে বুঝিয়ে দেওয়া হয়েছে। চলতি নভেম্বর মাসে মোট ১০টি মামলা দায়ের হয়েছে। তিনি আরো বলেন, এখন উচ্চ আদালত হতেও গ্রাম আদালতে মামলা রেফার হয়ে আসছে।
|