সৈয়দ ছায়েদ আহমদ।। শ্রীমঙ্গলে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী’র উপর মিথ্যা মাললা প্রত্যাহার, কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে অন্যায়ভাবে আটক এবং মামলা প্রত্যাহার, ঢাকার ফটো সাংবাদিক শফিকুল ইসলামের সন্ধান ও মেহেরপুরের সাংবাদিক মাহাবুবুলহক পোলেন এর উপর সন্ত্রাসী হামলায় জড়িত সকল অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্রীমঙ্গলে মৌন মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল এগারটায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে শহরের চৌমুহনা চত্তরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী, স্থানীয় দৈনিক খোলাচিঠি প্রত্রিকার সম্পাদক সরফরাজ আলী বাবুল, ক্রীড়া সম্পাদক মামুন আহমদ, সহ-সম্পাদক (দপ্তর) এম এ রকিব, কার্যকরী সদস্য কাওছার ইকবাল, বাংলাদেশ প্রতিদিনের দিপংকর ভট্টাচার্য লিটন, ইত্তেফাকের অনুজ কান্তি দাস, ঢাকা ও বাংলাট্রিবিউন এর এম সাইফুল ইসলাম, ইনকিলাবের আনোয়ার হোসেন জসিম, দিনকালের রুবেল আহমদ, করতোয়ার আব্দুস শুকুর, দেশ রুপান্তরের সুমন মিয়া, আমাদের সময়ের অরবিন্দু দেব, আনন্দ টিভির তোপায়েল আহমদ পাপ্পু প্রমুখ।
এর আগে কলেজ রোডস্থ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে কর্মরত গনমাধ্যম কর্মীদের মৌন মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌমূহনা চত্ত¡রে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, স্টাফ রিপোর্টার আল আমিন, ও বাংলাট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম এর উপর মিথ্যা মামলা প্রত্যাহার, ঢাকার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল এর সন্ধান, বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন এর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গেস্খফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।