আমীর, মৌলভীবাজার।। মৌলভীবাজারের করোনা পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণ সমন্বয়ের জন্য মৌলভীবাজারের দায়িত্বপ্রাপ্ত সচিবের সাথে সভা করেছে জেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খাঁন।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহউর রহমান, সিভিল সার্জন ডা: তওহীদ আহমদসহ অন্যান্যরা।
সভায় মো. আমিনুল ইসলাম খান বলেন, “ত্রাণ বিতরণ হচ্ছে, ব্যুরো ধানও উঠছে। অন্তত সব মিলিয়ে আমাদের দেশে প্রধানমন্ত্রীর বাংলাদেশে খাদ্য মজুদ আছে। আমরা সকল শ্রেণীপেশার মানুষ এক হয়ে কাজ করবো”।