মামুনূর রশীদ মহসিন।। গত শুক্রবার ৮মে মৌলভীবাজার বিজনেস ফোরামের বিশেষ সভা এম সাইফুর রহমান রোডস্থ ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ প্রাদুর্ভাবে সৃষ্ট মহাবিশ্ব সংকটকালে কোনো প্রকার জনসমাগম কাম্য নয় বলে মৌলভীবাজার বিজনেস ফোরাম উদ্বেগ প্রকাশ করেন। সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই করোনা সংকটের সময় দোকান খোলার বিষয়ে তারা অনিহা প্রকাশ করেছেন।
উল্লেখ্য শহরের বড় বড় শপিং সেন্টার গুলোর কর্তৃপক্ষ এহেন পরিস্থিতিতে খোলা রাখবেন না বলে জানিয়েছেন। আগামী ১০মে থেকে সরকার ঘোষিত জনস্বাস্থ্য নীতিমালা অনুসরণ করে দোকানপাট খোলা রাখার জন্য সরকারী নির্দেশনার প্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ী ও বাজার কর্তৃপক্ষ নিজ প্রতিষ্ঠান ঘোষিত নিতিমালা অনুসরণ করে খোলা রাখতে পারলেও তারা মনে করেন গোটা বিশ্বের এ দুঃসময়ে দোকান খোলা রাখা কোনভাবেই কাম্য নয়। ‘মৌলভীবাজার বিজনেস ফোরামে’র ব্যবসায়ীদের নিজস্ব মত এবং চিন্তাকে সন্মান জানাতেই এমন সিদ্ধান্ত।