আহমদ আফরোজ।। মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে মাঠে ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন গনমাধ্যম কর্মিরা। এমন অবস্থায় মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে ছাত্রইউনিয়ন।
মঙ্গলবার (৫ মে) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে ছাত্রইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ ও সাধারণ সম্পাদক পিনাক দে এর কাছ থেকে কিছু হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করেন প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্ত। এ সময় ছাত্রইউনিয়ন জেলা সংসদের সমাজ কল্যান সম্পাদক আব্দুর রাইয়ান শিপু ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর আহবায়ক সজীব চন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য করোনা পরিস্থিতিতে ছাত্রইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্টান ও সংগঠনকে হ্যান্ড স্যানিটাইজার বিবরণ করে আসছে।