মুক্তকথা সংগ্রহ।। শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রামের একটি বাড়ি থেকে একটি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার, ১৪মে, বাংলাদেশ বন্য প্রাণি সেবা ফাউন্ডেশন এ সাপটি ধরতে সক্ষম হয়। পরে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানা যায়। সংবাদ২৪.নিউজ এ সংবাদটি প্রকাশ করেছে।
জানা গেছে, বাংলাদেশ বন্য প্রাণি সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলের পরিচালক স্বপন দেব সজল, ইছবপুর গ্রামের বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে সাপটি ধরতে ওই গ্রামে যান। গ্রামের ওই বাড়ির লোকজন দুপুরে উঠানে সাপটি দেখে তাকে খবর দেয়। দুই-একদিন পর্যবেক্ষণ করে এটি লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেয়া হবে বলে জানা গেছে।
আরো জানা যায়, এ রংয়ের গোখরা সাপের ফনায় কালো ও ধুসর রংয়ের কিছু দাগ থাকে। সে দাগকে দেশের প্রাচীন ও পৌরাণিক সর্পবিশেষজ্ঞের কেউ কেউ খড়ম পায়ের দাগ আবার অনেকেই চশমা আকৃতির দাগ ধরে নিয়ে সাপটিকে খড়ম পাইয়া বা চশমা ছাপি গোখরা বলে ডাকতেন। সেই থেকে এ গোখরা সাপ ওই নামেই সারা বঙ্গে সুপরিচিত।