মৌলভীবাজার প্রতিনিধি।। ডিসি’র কাছে সরকারি নগদ অর্থ এসেছে ১ কোটি ২৩ লাখ টাকা। মৌলভীবাজারে সর্বশেষ কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৩৭ জন। সর্বশেষ গেল শনিবার আরো ৮জন এই ভাইরাসে আক্রান্ত হলেও ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৭ জন। জেলায় মোট আরোগ্য লাভ করেছেন মাত্র ৮৬ জন।
এক পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্তের চেয়ে আরোগ্যের সংখ্যা কম হলেও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায়নি। এখন পর্যন্ত কোভিড-১৯ নিয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন মাত্র ৪জন। জেলা সিভিল সার্জন সূত্র জানায়, কোয়ারেন্টাইন থেকে গ্রীন এলার্ট পেয়ে সিংহভাগ মানুষ নিশ্চিন্তে বের হচ্ছেন। বর্তমানে হাতেগোনা মাত্র ২শ ৬জন নারী-পুরুষ কোয়ারেন্টাইনে রয়েছেন। জেলায় মোট কোয়ারেন্টাইন-এ ছিলেন ২ হাজার ৮শ ৩৭জন। কোয়ারেন্টাইন থেকে বের হয়েছেন ২ হাজার ৬শ ৩৩ জন। এদিকে কোভিড-১৯ এর ভয়াবহ এই দুঃসময়ে জেলা প্রশাসকের কাছে সরকারি বরাদ্দকৃত নগদ সহায়তা এসেছে ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। বিতরণ শেষে মজুদ আছে ৯ লাখ ৮০ হাজার টাকা। শিশু খাদ্য হিসেবে নগদ সহায়তা এসেছে ৩৪ লাখ টাকা। মজুদ রয়েছে মোট ২ লাখ টাকা। সহায়তা হিসেবে সরকারি চাল এসেছে ২ হাজার ৬শ ৭৫ মেঃ টন। মজুদ রয়েছে ৬শ ৯১ মেঃ টন।