গত বুধবার ৫ ্আগষ্ট, একইদিনে নিউইয়র্কে হারিয়ে গেল তিন-তিনটি সম্ভাবনাময় বাঙ্গালী তরুণ! ব্রঙ্কসের কারিহাউসের বাসিন্দা ইলিয়াস মিয়ার ২য় ছেলে ২২ বছর বয়সী তানভির মিয়া বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়েছিল লেকজর্জে। মাত্র ২ মিনিট আগে হাসি খুশি অবস্থায় পানিতে ঝাঁপ দিয়েছিল সে, কিন্তু পরক্ষণেই তানভির ধীরে ধীরে তলিয়ে যায় পানির নিচে। প্রায় ১২ ঘন্টা পরে তার লাশ উদ্ধার করা হয়। তলিয়ে যাবার ্আগে সে “হেল্প” “হেল্প” বলে চিৎকার করেছিল, তার বন্ধুরা তাকে বাঁচাতে এগিয়ে গেলেও তারা ব্যর্থ হয়ে ফিরে আসে।
সদাহাস্যোজ্জ্বল অত্যন্ত ভদ্র ও বিনয়ী তানভির তার ফেইসবুক ইনফো-তে লিখে রেখেছিল।
এদিকে জামিয়া ইসলামিক সেন্টার উডহেভেন-এর ইমাম ও খতিব মাওলানা শায়েখ আসাদ আহমেদের বড় ছেলে, ২৮ বছর বয়সী মহসিন আহমেদ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যায়। ওজনপার্কে তার বাসার কাছে পিএস ২১৪ এর সামনে নিজ গাড়ির ভেতরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
প্রথমআলো উত্তর আমেরিকা সংস্করণের সাংবাদিক লেখক গবেষক রহমান মাহবুবের ২৫ বছর বয়সী ছেলে মারজান আহমদকে বুধবার রাত ১০টায় কুইন্সের একটি সুইমিং পুল থেকে উদ্ধার করে জ্যামাইকা হসপিটালে নিয়ে যাওয়া হলে, মধ্যরাতে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে কার্ডিয়া-ক্যারিস্টের কারণে তার মৃত্যু হয়েছে। ৩জনেরই লাশ তদন্তাধীন রয়েছে।
যার হুকুমে তারা অল্পবয়সেই পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে গেলো, তিনি যেন তাদেরকে ক্ষমা করে দেন, আর কবুল করে নেন।
মহান স্রষ্টা তাদের পরিবার-পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।