|
মুক্তকথা সংবাদকক্ষ।। পেটের দায়ে মানুষ অনেক কাজই করে। কিন্তু শখের বশেও মানুষ যে কত বাহারি কাজই না করতে পারে নিচের ছবি দেখলে তা-ই অনুধাবন করা যায়। বিচিত্র মানুষের বিচিত্র শখ। উপরের ছবির এই মানুষ, দেখে কি মনে হয় না যে তিনি একজন জীবন্ত মানুষ! না-কি মূর্তি মনে হয়। আসলেই তিনি একজন জীবন্ত সচল ও শিল্পপ্রিয় শিক্ষিত মানুষ। অর্থের প্রতি তার কোন লোভ নেই। তার যে অনুশীলন, তা দিয়ে ভাড়া খেটে প্রচুর অর্থ-বিত্তের মালিক হতে পারতেন। কিন্তু ঘুরে ঘুরে জীবন কাটাতে খুব ভালবাসেন। আজ এই শহরে তো কাল অন্য শহরে। এভাবে চলে যায় তার জীবন। জীবনের প্রতি নেই কোন অনুশোচনা, জীবনকে ভালবাসেন অকৃত্তিমভাবে। খুব আলাপী মানুষ। মানুষকে খুব হাসাতে পারেন।
প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার লন্ডন শহরের বড় বড় ব্যস্ততম ব্যবসাকেন্দ্র বা জনপথের জনাকীর্ণ মোড়ে ইস্পাত রঙ্গের কাপড় পড়ে ঘন্টার পর ঘন্টা মূর্তীর মত দাঁড়িয়ে থাকেন। কাছে গিয়ে গভীর মনোনিবেশ করে না দেখলে যে কেউ রাস্তায় স্থাপিত মূর্তী বলে ভ্রমে পড়বেনই। অপলক নয়নে দাড়িয়ে থেকে মানুষকে তার সাথে ছবি তোলার সুযোগ করে দেন। কিন্তু কথা বলাতে পারবেন না। নির্বাক নিশ্চল দাঁড়িয়ে থাকতে পারেন একসাথে কমপক্ষে দু’ঘন্টা সময়। পথচারীরা তার সাথে ছবি তোলেন আর যার যা ইচ্ছা কিছু পয়সা দিয়ে যান। কিছু না দিলেও কোন আপত্তি নাই। এটিই তার পেশা। পেশায় কোন ছল-চাতুরী নেই। এটি তার কঠিন অনুশীলন! দেখুন তা’হলে ছবিটি!
|