মুক্তকথা প্রতিনিধি।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি মৌলভীবাজার কর্তৃক আজ রোববার ১৮ অক্টোবর ২০২০ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জেলা সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি কবিতা ইয়াসমীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মায়া ওয়াহেদ, রাজনগর সরকারি কলেজের প্রভাষক তাসলিমা আক্তার, আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক এবং শিশু আলোচক আদৃতা শৈলী তালুকদার। এছাড়া গতকাল ১৭ অক্টোবর সন্ধ্যা সাতটায় ‘ভার্চ্যুয়াল প্লাটফর্মে’ এক ‘ওয়েবিনারে’র আয়োজন করা হয়, যেখানে শিশুরা শ্রদ্ধেয় শিক্ষকগণের সাথে মতবিনিময় ছাড়াও বক্তৃতা, আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। |