1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
টি রিসোর্টের সামনে গাড়ি চাপায় দুর্লভ চিত্রা হরিণের মৃত্যু - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

টি রিসোর্টের সামনে গাড়ি চাপায় দুর্লভ চিত্রা হরিণের মৃত্যু

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪৭৮ পড়া হয়েছে

সৈয়দ ছায়েদ আহমদ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের টি রিসোর্টের সামনে গাড়ি চাপায় একটি চিত্রা হরিণ মারা গেছে। মঙ্গলবার(৩ নভেম্বর) রাতে কোন এক সময় অজ্ঞাত কোন এক গাড়ী চাপায় বয়স্ক চিত্রাহরিণ টি মারা যায়।
জানা যায়, বুধবার সকালে এক সাইক্লিস্ট রাস্তার পাশের চা বাগানে মৃত হরিণটি পড়ে থাকতে দেখে স্থানীয় বনবিভাগকে খবর দেয়। সাইক্লিস্ট জয় দেব বলেন, তিনি সকালে ভানুগাছ সড়ক দিয়ে যাওয়ার সময় একটি হরিণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পড়ে তিনি ৯৯৯ নম্বরে কল করে মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক(বন্যপ্রাণী)-কে খবর দেন। বন বিভাগের লোকজন এসে মৃত হরিণটি সংগ্রহ করে নিয়ে যান।
মৌলভীবাজার প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, সকালে আমরা খবর পেয়ে হরিণটির মৃতদেহ সংগ্রহ করেছি। এটি সম্ভবত রাতে রাস্তা পাড় হওয়ার সময় গাড়ির চাপায় মারা যায়। তিনি আরো জানান, হরিণের ময়নাতদন্ত করা হয়েছে। চামড়া সংগ্রহ করে হরিণটিকে মাটিচাপা দিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে আমাদের কিছু কথা এখানে তুলে ধরা প্রয়োজন মনে করি। খুবই সংক্ষেপে বলতে চাই। এ অঞ্চলে বন্য প্রানী হত্যা এমনিতেই নিষিদ্ধ। আর চিত্রল হরিণের মত দূর্লভ প্রজাতির প্রাণী নিধন শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে সকলেই বলবেন এটি ছিল একটি দূর্ঘটনা। আমরা মানি এটি একটি দূর্ঘটনা হতেই পারে। কিন্তু অভিজ্ঞ পোড়া মনমাঝে বিভিন্ন প্রশ্ন উঁকি-ঝুঁকি মারে। প্রথমতঃ রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন হরিণের ময়না তদন্ত হয়েছে বলেছেন কিন্তু তদন্তে কি পাওয়া গেছে তার কোন উল্লেখ করেননি। গাছাকাটা, বনে আগুন দেয়া, বন্যপ্রাণী নিধন যে নমুনায়ই হোক; এসব দেখা-শুনা করার জন্য বনপ্রহরী নিযুক্ত থাকার কথা। দূর্ঘটনার পরে ভোর পর্যন্ত এরা কোথায় ছিলেন? ফলে যে কোন মানুষই প্রশ্ন তুলতে পারে আসলেই দূর্ঘটনা কি-না। না-কি হরিণ মাংস ভক্ষনের জন্য একটি কৌশল মাত্র! অন্যদিকে, এই এলাকার আশ-পাশে দিন-রাত বনরক্ষী পাহাড়ায় থাকার কথা। দূর্ঘটনাকারীদের উচিৎ ছিল গাড়ী থামিয়ে বনরক্ষীকে খুঁজে বের করে মৃত হরিণটির দূর্ভাগ্যের ঘটনাটি বলে যাওয়া। যদি সত্য সত্যই এটি দূর্ঘটনা হয়ে থাকে তা’হলে যারা দূর্ঘটনা ঘটিয়েছেন তারা গভীর রাতে মৃত হরিণটিকে অনায়াসে গাড়ীতে তুলে নিয়েও যেতে পারতেন। তা কোনটাই হয়নি। অনেকেই বলবেন ভয়ে নেয়নি। যদি রাস্তায় কোথায়ও কারো হাতে ধরা পড়ে যায় এই ভয়ে। এমন ভয় থাকতে পারে। কিন্তু কার সাথে গাড়ীর ধাক্কা লাগলো অন্ততঃ নৈতিকতার কারণে সেটুকুতো দেখে যাবে। নয় কি! ধাক্কাতো একজন মানুষের সাথেও লাগতে পারে। তা’হলে বলতেই হয় তারা পালিয়ে গেছে। মানুষ মেরেছে না-কি গরু-ছাগল মেরেছে তা ঘুরে দেখার প্রয়োজনই মনে করেনি। এদের খুঁজে বের করা দরকার!

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT