গিয়াস আহমদ।। ‘প্রাউড টু বি সিলেট ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউক’এর পক্ষ থেকে গত বুধবার(৪ঠা নভেম্বর) সকালে মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স হল রুমে করোনাকালে দুঃসাহসিক ভুমিকা, করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন-কাপন, সৎকারে নিয়োজিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অনুদান প্রদান অনুষ্ঠানের বক্তব্যে বক্তাগন বলেন, ‘প্রাঊড টু বি সিলেটি উই বিলিভ ইন ইউনিটি’, এই শ্লোগানকে বুকে ধারণ করে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে ইতিমধ্যে বাংলাদেশে আর্ত-মানবতার সেবায় ও বৃটেনের বাংলাদেশ কমিউনিটির উন্নয়ণে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করার মধ্য দিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প সফলতার সাথে সম্পন্ন করেছে। যার ধারবাহিকতায় কভিড ১৯ তথা করোনা ভাইরাসে নিহতদের দাফন কাফনের কাজে নিয়োজিত থেকে মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থপন করে চলেছে তাকরীম ফিউন্যারেল ফাউন্ডেশন ও শেখ বোরহান উদ্দিন ইসলামিক সোসাইটি। তাদের এ কাজ অনুকরণযোগ্য স্মরণীয় হয়ে থাকবে মানুষের মনের মাঝে।
অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মিজানুর রহমান রাসেল, আশরাফুল খাঁন রুহেল, সোহান হোসাইন হেলাল, মোহাম্মদ কামাল মনসুর, সিরাজুল হাসান, এসএম বশীর, ফয়েজ আহমেদ, এসএম গোলাম কিবরিয়া, ইয়াছিন তালুকদার, রেজাউল করীম সাকিব, আদনান ইমন সহ তাকরিম ফিউনারেল ফাউন্ডেশন ও শেখ বোরহান উদ্দিন(রহ.) ইসলামী সোসাইটির মানবিক যোদ্ধারা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ও বিশিষ্টজনেরা।
|
সাপ্তাহিক জনপ্রত্যাশা পত্রিকার সম্পাদক সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ডা. ছাদিক আহমেদের সভাপতিত্বে এবং প্রাউড টু বি সিলেট ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের মৌলভীবাজার প্রতিনিধি মোহাম্মদ ফয়সল মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন এমপি নেছার আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, প্যানেল মেয়র ফয়ছল আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সাপ্তাহিক পাতাকুঁড়ির ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহিন, প্রেসক্লাব মৌলভীবাজারের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এসএম উমেদ আলী, শেখ বোরহান উদ্দিন(র.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, বাঁধন থিয়েটার মৌলভীবাজারের সভাপতি রুহেল চৌধুরী ও তাকরিম ফিউনারেল ফাউন্ডেশনের টিম লিডার সাইফুল ইসলাম সরকার জুনেদ।
|