1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোণা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অভিনব প্রচারণা - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

করোণা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অভিনব প্রচারণা

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪১৭ পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা ভাইরাস’র সেকেন্ড ওয়েভ মোকাবিলায় ‘নো মাস্ক নো সার্ভিস’ ক্যাম্পেইন শুরু হয়েছে। মঙ্গলবার(১০ নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি পদযাত্রা শহর প্রদক্ষিণ করে।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রচারণার প্রথম দিন এ উপজেলার মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে শহরের স্টেশন সড়কে বিভিন্ন মার্কেট ও দোকানে ‘নো মাক্স নো সার্ভিস’ ছাপ্পা লাগিয়ে দেয়া হয়েছে। একই সাথে হাত মাইক দিয়ে বলে দেয়া হচ্ছে, ব্যবসায়ীরা যেন মুখোশ পরে না আসা ক্রেতাদের নিকট কোন প্রকার পণ্য বিক্রি না করেন।

শ্রীমঙ্গলে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় “নো মাস্ক, নো সার্ভিস” প্রচারণা। কথা বলছেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ছবি: মুক্তকথা

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) মো. নেছার উদ্দিন, সিলেটের সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমূখ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, কোভিট-১৯ সংক্রমণের সম্ভাব্য “সেকেন্ড ওয়েভ” মোকাবিলায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেইন শুরু করেছি। এ উপজেলার সকল হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে সেবা পেতে মুখোশ পড়ুন লেখা ছাপ্পা লাগিয়ে দেব। তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতা সবাইকে এই স্বাস্থবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT