1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
“তালুকদার এন্টারপ্রাইজের” মাটি ভরাট কার্যক্রম স্থগিতের নির্দেশ - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

“তালুকদার এন্টারপ্রাইজের” মাটি ভরাট কার্যক্রম স্থগিতের নির্দেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৫৮৩ পড়া হয়েছে

মুক্তকথা, মৌলভীবাজার।। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চলে কুশিয়ারা নদী থেকে মাটি ভরাট কার্যক্রম স্থগিত করেছে বালাদেশ পানি উন্নয়ন বোর্ড। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্ত্তী স্বাক্ষরিত সি-৬৯/৩৯৫ স্মারকে এই স্থগিতের চিঠি দেয়া হয় মৌলভীবাজারস্থ “মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ” নামের ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে।

বিগত ১ অক্টোবর দেয়া এই চিঠিতে বলা হয়, ২০১৭ সালের ১৪ জুন শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চলে মাটি ভরাট কার্যক্রম করতে ওই প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তি সম্পাদিত হয় পানি উন্নয়ন বোর্ডের। জেলা প্রশাসকের সভাপতিত্বে সার্কিট হাউজের মুন হলে এক সভায় সিদ্ধান্ত মোতাবেক বাপাউবোর যথাযত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে শ্রীহট্র ইকোনমিক জোনে মাটি ভরাট কাজে কুশিয়ারা নদী হতে ৫২ হাজার ৫শ ৪৫ ঘঃ মিঃ বালু উত্তোলন কাজের জন্য রয়্যালিটি বাবদ ৮.৫৩ লক্ষ টাকা জমা প্রদান সাপেক্ষে ওই প্রতিষ্ঠানের সাথে নির্বাহি প্রকৌশলী, মৌলভীবাজার পওর বিভাগের ওই চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ওই প্রতিষ্ঠান কর্তৃক কুশিয়ারা নদী হতে কি পরিমান বালু উত্তোলন করে শ্রীহট্র ইকোনমিক জোনের ভূমি কাজে সরবরাহ করা হয়েছে তার হিসেব অদ্যাবধি সংশ্লিষ্ট দফতরে অবহিত করেননি।
এ বিষয়ে তা’কে(প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী) লিখিত ও মৌখিকভাবে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি কোন রকম তথ্য প্রদান করেননি যা তার সাথে সম্পাদিত চুক্তির সরাসরি লংঘন। পানি উন্নয়ন বোর্ড আরো জানায়, “নদী খনন কাজ বাস্তবায়নের সময় নির্বাহি প্রকৌশলী, মৌলভীবাজার পওর বিভাগ, বাপাউবো, মৌলভীবাজা’র সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করতে হবে যাতে নদী খনন কাজে সংশ্লিষ্ট নির্বাহি প্রকৌশলী বা তাহার প্রতিনিধি মনিটরিং করতে পারেন,  এমনটি সম্পাদিত চুক্তির ৯নং শর্তে বলা আছে।
পাউবো আরো জানায়, ২০১৭ সালে চুক্তি সম্পাদনের দীর্ঘ প্রায় ৩ বছর ৩ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও ওই ঠিকাদারি ‘তালুকদার এন্টারপ্রাইজ’ খনন কাজের বিষয়ে সংশ্লিষ্ট দফতরে কোনরূপ তথ্য প্রদান করেন নি। এর প্রতিক্রিয়াস্বরূপ শ্রীহট্র ইকোনমিক জোনের ভূমি উন্নয়ন কাজে ব্যবহারের পূর্ণাঙ্গ তথ্যাদি সংশ্লিষ্ট দফতরে জমা প্রদান না করা পর্যন্ত অত্র চুক্তির কার্যক্রম স্থগিত করা হয়। উক্ত নির্দেশ অমান্য করে বালু উত্তোলন করার কোন তথ্য প্রমান পাওয়া গেলে তালুকদার এন্টারপ্রাইজের সাথে পানি উন্নয়ন বোর্ডের সম্পাদিত চুক্তি বাতিল করাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এমনটা জানায় পাউবো।
তালুকদার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আশরাফ উদ্দিন শনিবার(৩১ অক্টোবর) এক প্রশ্নের জবাবে জানান, তিনি পাউবো থেকে স্থগিতাদেশের চিঠি পেয়েছেন। তিনি জবাবও দিয়েছেন। কুশিয়ারা থেকে বালু উত্তোলন করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, স্থগিতাদেশ পেয়ে তিনি বালু উত্তোলন করা বন্ধ করেছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT