1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আত্মঘাতী! নদীর প্রতিরক্ষা বাঁধের ভীতরেই নির্মাণ হচ্ছে গৃহহীনদের জন্য ৪০টি ঘর - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

আত্মঘাতী! নদীর প্রতিরক্ষা বাঁধের ভীতরেই নির্মাণ হচ্ছে গৃহহীনদের জন্য ৪০টি ঘর

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৫৭৫ পড়া হয়েছে

মৌলভীবাজার থেকে
হোসেন আহমদ
আব্দুল ওয়াদুদ ও
সৈয়দ বয়তুল॥

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাইজপাড়া এলাকায় মনুনদীর প্রতিরক্ষা বাঁধের ভিতরে গৃহহীনদের জন্য ৪০টি ঘর নির্মাণ করছে সদর উপজেলা প্রশাসন। মাটির ২ ফুট নিচ থেকে ১০ ইঞ্চি ইটের গাতুনি দিয়ে ঘরগুলো উঠানো হচ্ছে। নকশায় কোথায়ও রডের ব্যবহার নেই। স্থানীয়রা বলছেন গৃহহীনরা কোনো অবস্থাতেই ওই জায়গায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারবে না। কারণ প্রায় প্রতি বছরই উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল, অতি বৃষ্টি ও বন্যায় বর্ষাকালীন সময়ে ওই জায়গায় ১০/১২ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়। তারা আরও বলছেন, অন্তত ৫/৭ ফুট মাটি ভরাট করে ঘর নির্মাণ করলে হয়তো কিছু দিন বসবাস করা যেতো। সংশ্লিষ্টদের এমন দায়িত্বহীন কর্মকান্ডে জেলার সচেতন মহল হতাশ।
মৌলভীবাজার সদর উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, চাঁদনীঘাট ইউনিয়নের গৃহহীণ পরিবারের জন্য ওই জায়গায় ৪০টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। মোট ব্যয় হবে ৬৮ লক্ষ ৪০ হাজার টাকা।
সরেজমিন দেখা যায়, সদর উপজেলার মাইজপাড়ায় মনুনদীর প্রতিরক্ষা বাঁধের ভেতরে ৪০টি ঘর নির্মাণের কাজ চলছে। ঘর থেকে নদীর দূরত্ব প্রায় ১৫ফুট। এ সময় স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন, গৃহহীনদের জন্য সরকারের এটি মহত উদ্যোগ। কিন্তু আমরা আশষ্কা করছি বন্যার স্রোতের সাথে হয়তো ঘর গুলো নদীতে ধসে পড়বে এবং বর্ষাকালে নদীতে পানি বাড়লেই ওই ঘরের চালের উপর দিয়ে পানি প্রবাহিত হবে।

অনুসন্ধানে জানা যায়, ১৯৮৪ সালে ওই জায়গা দিয়ে বাঁধ ভেঁঙ্গে মৌলভীবাজার পুরো শহর ৮ফুট পানির নিচে তলিয়ে যায়। তৎকালীন সময়ে ভয়াবহ ওই বন্যায় তলিয়ে গিয়েছিল সরকারী অফিসের নতি-পত্র। ক্ষতি হয়েছিল দু’শ কোটি টাকার।

নদীর পারের স্থানীয় বাসিন্দা স্বরসতী বলেন, ব্রিটিশ আমল থেকে এখানে বাস করে আসছি। নদীর পানি অল্প বাড়লেই ওই জায়গায় উঠে যায়। বন্যা হলেতো ঘরের উপর দিয়ে পানি যাবে।

একই এলাকার কালন্তী বলেন, আমি দেখেছি বর্ষার সময় পানির স্রোতে অনেক জায়গায় বাঁধ ভেঙ্গে যায়। পানির শক্তির সাথে কারো পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। পানির স্রোতের জন্য ওই ঘর গুলোতো কিছুই নয়।

গাড়ি চালক দুলাল, দোকান মালিক জুয়েল, মিস্ত্রি রফিক মিয়া ও ব্যাংকার অমিত সহ অনেকেই বলেন, মনে হচ্ছে কোনো পরিকল্পনা ছাড়াই ঘর গুলো নির্মাণ করা হচ্ছে। তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর এই মহত উদ্যোগ সঠিক জায়গা নির্ধারণ না করার কারণে গৃহহীনদের কোনো কাজে আসবে না। অথচ অত্র ইউনিয়নের ভেতরে সরকারের আরো অনেক খাস ভূমি রয়েছে।

নদীর তীরে ৬০ বছর যাবত বসবাসকারী আফুরোন বলেন, প্রতি বছরই এখানে পানি উঠে। যার কারণে ওই ঘর গুলো গৃহহীনদের কোনো কাজে আসবে না।

পরিবেশ বাদী সংগঠনের নেতা নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক রিপন দে সহ অন্যান্যরা বলেন, নদী প্রতিরক্ষা বাঁধের ভেতরে ঘর নির্মাণ করা প্রত্যক্ষভাবেই জীবনের জন্য নিশ্চিত হুমকি। এটা কোনো অবস্থাতে ঠিক নয়।

সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আজাদের রহমান বলেন, স্থানীয়দের সাথে কথা বলেই ওই জায়গা নির্ধারণ করা হয়েছে। পৌর শহরের পাশে এরকম জায়গা পাওয়া মুশকিল। যারা এখানে ঘর পাবে তারা অনেকটা সৌভাগ্যমান। ওই জায়গা অল্প পানিতেই তলিয়ে যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি গত বছর পানি উঠেনি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, নদীর বাঁধের ভেতরে ঘর হচ্ছে বিষয়টি আমি অবগত নই। তবে নদীর বাঁধের ভেতরে ঘর করার কোনো সুযোগ নেই।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুজ্জামান বলেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলে জেনেছি কত বছর ওই জায়গায় পানি উঠেনি। তাদের দাবির প্রেক্ষিতে এখানে ঘর নির্মাণ করা হচ্ছে। এটা জেলা প্রশাসকের ১নং খতিয়ানের জায়গা। তারপরেও আমরা ঘরের পাশে নদীর অংশে দেয়াল করে দেয়ার পরিকল্পনা রয়েছে।

গরীবদের গৃহায়ণ কর্মসূচী নিয়ে সরকারী আশ্রায়ণ প্রকল্পে দূর্ণীতি

গৃহহীনদের জন্য অপরিকল্পিতভাবে ঘর নির্মাণ মূলতঃ প্রধানমন্ত্রীসহ পুরো সরকারের গৃহহীনদের গৃহদান কর্মসূচীকে ব্যর্থ করার হীন উদ্দেশ্যে সরকার বিরোধী লোকজনের গোপন ষঢ়যন্ত্র বলেই মনে হচ্ছে।

নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে তোলা ছবি। বাঁধের পরে নবনির্মিত বাড়ীঘর তার পরেই ১৫ফুটের দূরত্বে মনুনদী।সকল ছবি: মুক্তকথা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT