মুক্তকথা: সোমবার ২৫শে জুলাই ২০১৬।।
নিচের খবরটি একটি ফেইচবুকের। খবরের সত্যতা আমাদের জানা নেই। তবে সবকিছুকেই অবিশ্বাস করা যেমন ঠিক নয় তেমনি আবার অন্ধ বিশ্বাস মুশ্কিল হয়ে দাড়ায়। “I Love Sylhet” নামক ফেইচবুকটি এ খবরটি দিয়েছে। খবরটি সিলেটের একটি দৈনিকেও প্রকাশিত হয়েছে। খবর পাঠে পুন: প্রকাশের প্রয়োজন অনুভব করেই এই পুন:প্রকাশ। সংবাদটি পড়ে শুধু একটিই প্রশ্ন আমাদের- এ নমুনার অমানবিক অন্যায়ের আসলেই কি কোন সুবিচারের সুযোগ আছে? এ ক্ষেত্রে কি সেটি আমরা দেখতে পাবো? (আরও দেখুন)