মৌলভীবাজারে নিখরচায় কম্পিউটার কোর্সের প্রাচ্যপরিচায়ন(অরিয়েন্টেশন) ক্লাসের উদ্বোধনমৌলভীবাজার পৌরসভার আয়োজনে এবং ‘উই ফর বাংলাদেশ’ এর সার্বিক সহযোগিতায় ফ্রি কম্পিউটার কোর্সের প্রাচ্যপরিচায়ন (অরিয়েন্টেশন) ক্লাস এর উদ্বোধন করা হয়েছে। গত বুধবার(২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর জনমিলন কেন্দ্রে ‘নিখরচায় কম্পিউটার কোর্স’ এর ওরিয়েন্টশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পৌরসভার উপসহকারি প্রকৌশলী রণধীর রায় এর পরিচালনায় ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টশন ক্লাসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার অবসরপ্রাপ্ত নিবার্হী প্রকৌশলী মো: আবুল হোসেন খান। এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় আছে উই ফর বাংলাদেশ নামে একটি সংগঠন। তাদের সহযোগিতায় ২০১৭ সাল থেকে কোর্সটি চালু হলে শিক্ষার্থীরা ফ্রিতেই কোর্সটি করে আসছেন। |