1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
"স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে” শীরনামে আন্তর্জাতিক ভার্চ্যুয়াল অনুষ্ঠান - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

“স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে” শীরনামে আন্তর্জাতিক ভার্চ্যুয়াল অনুষ্ঠান

বদরুল মনসুর
  • প্রকাশকাল : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৫৮৮ পড়া হয়েছে

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ও প্রবাসের বিভিন্ন দেশ থেকে বিশিষ্টজনদের অংশগ্রহণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১২ ই জানুয়ারি ইউকে বিডি টিভির “স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে” শীরনামে আন্তর্জাতিক ভার্চ্যুয়াল অনুষ্ঠান “সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর অতিঘনিষ্ঠ আপনজন বাংলাদেশ যুবলীগের সাবেক চেয়ারম্যান, ১৪ দলের সমন্নয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মন্ত্রী জননেতা আমির হোসেন আমু এম পি।

প্রধান অতিথি আমির হোসেন আমু এম পি, বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের সময় তৎকালীন বৃটিশ প্রধান মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে সম্মানিত করেছিলেন তা’তে পুরো বাঙালি জাতিই সম্মানিত হয়েছিল। তিনি  আরো বলেন, বঙ্গবন্ধু দেশে ফিরে দেশ পুনঃগঠনের কাজে মনোনিবেশ করেন। কিন্তু অপশক্তিরা তাকে হত্যা করার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে রুখে দেয়।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, ১০ জানুয়ারি একদিনে আসেনি বরং দীর্ঘ নয় মাসের কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আসে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছি, তারই ভাষণ ছিলো আমাদের মূলমন্ত্র। এই ভাষণ আমাদেরকে উজ্জীবিত করতো। এখনো এই ভাষণ সবাইকে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণায়ই দেশ আজ এগিয়ে যাচ্ছে। তবে অপশক্তিরা এখনো তৎপর। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই কিছু করতে পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে সকল কর্মী ও নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালো কর্মী তৈরি হলে ভালো সংগঠন তৈরি হয়।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন-এর উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ও ইউকে বিডি টিভির উপদেষ্টা সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি- একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী; বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি লিয়াকত আলী শিকদার, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মৌলভীবাজার একাটুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ইউকে নিউপোট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদির ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুরসহ অন্যান্য আলোচকবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় শিশু শিল্পী তানজিম বিন তাজ প্রত্যয়, কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার মায়াবী হোসাইন নুপুর ও কবি নিলরুবা খানম সুমি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT