রাশিয়ার আক্রমণ ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছে। কিয়েভ-ও রক্ষামূলক অবস্থানে থেকে প্রতিআক্রমণ চালাচ্ছে। এদিকে, কিয়েভে থাকা ভ্লোদিমির জেলেনস্কি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের রুশ বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র বলেছেন যে সারা কিয়েভ জুড়ে বন্দুকযুদ্ধের শব্দ ধ্বনি-প্রতিধ্বনিত হচ্ছে, রাশিয়া শহরটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। গতকাল সকালে বিমান হামলা চালানোর পর, রাশিয়ান ট্যাঙ্কগুলি প্রথমবারের মতো কিয়েভের চারদিকে ঘূর্ণায়মান রয়েছে।
শহরের কেন্দ্র থেকে মাত্র কয়েক মাইল দূরে ওবোলন জেলায় বাসিন্দাদের বাড়িতে থাকতে এবং “সক্রিয় সামরিক অভিযান” এড়াতে বলা হয়েছিল। তবে প্রতিরক্ষা মন্ত্রক “দখলদারকে নিরপেক্ষ” করার জন্য মোলোটভ ককটেল তৈরি করার পরামর্শও দিয়েছে। বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং সরকারি কোয়ার্টারের কাছে গুলির শব্দ শোনা যায়। অনেক বাসিন্দা চলে গেছে, অনেকেই আবার আশ্রয়কেন্দ্রে আটকে পড়েছে। সংবাদ সূত্র: স্কাই নিউজ। অনুবাদ: শেফাত রশীদ