1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চিত্রে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

চিত্রে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৬৩ পড়া হয়েছে

মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীর চলমান উদযাপনের সাথে ঢাক-ঢোলের আড়ম্বরপূর্ণ শৈল্পিক শব্দরসনায় উদ্দীপ্ত হয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও পালিত হয়ে গেলো ৫১তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা শহর সেজেছিল আলোকমালার বর্ণীল আভায়। সবকিছুকে উপচিয়ে উঠেছিল নানা রংয়ের বর্ণিল আভা। ২৫ মার্চ থেকে শুরু করে ২৬ মার্চ পর্যন্ত নানা কর্মসূচীতে জমজমাট হয়ে উঠেছিল শহরের অলিগলি। আলোচনা সভা থেকে শুরু করে সঙ্গীতানুষ্ঠান, নাট্যানুষ্ঠান নিয়ে বিচিত্র সব অনুষ্ঠানে শহর হয়ে উঠে প্রদর্শনীর মাঠ। স্থানীয় কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পদান থেকে শুরু করে, কাব, স্কাউট, গার্লসগাইডদের কুচকাওয়াজ, খেলাধূলা, আর সাংস্কৃতিক অনুষ্ঠানে গোটা শহর এক নান্দনিক রূপ নেয়।


জেলা শহর এবং প্রতিটি উপজেলা শহর এমনকি বিদ্যালয় মহাবিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন আর বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ছটায় সারা জেলা যেনো জ্বলমল করে জেগে উঠেছিল পেছনে ফেলে আসা সেই স্বাধীনতা যুদ্ধের নবচেতনায়।

কালের কন্ঠ শুভ সংঘ জুড়ী উপজেলা

দেশের ৫১তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২৬ মার্চ উপলক্ষে কালের কন্ঠ শুভ সংঘ জুড়ী উপজেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী পুষ্পস্তবক অর্পণ করেছেন।বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দিবসটি উদ্‌যাপন করেছেন। বিশ্বব্যাপী চলা করোনা মহামারির কারণে গত দুই বছর সীমিত পরিসরে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে হয়েছে। এ বছর করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তাই স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালের কন্ঠ শুভ সংঘ জুড়ী উপজেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী পুষ্পস্তবক অর্পণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব তাজুল ইসলাম, সহসভাপতি কাজী আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক মৃদুল ঘোষ,মাজার আলম সম্রাট,সাইফুল ইসলাম,শান্ত আচার্য্য,সন্দিপনা রায় শ্রাবণী,ঐশী সূত্রধর,সুপার্থ দাস,অর্ণব আচার্য্য, সুজিত দাস প্রমুখ। কালের কণ্ঠ শুভ সংঘের নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT