বিশ্বের বিভিন্ন দেশে আবারো করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ভাইরাসটি নতুন করে ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। এমতাবস্থায় আগাম পদক্ষেপ হিসেবে বিদেশ থেকে প্রবেশের ক্ষেত্রে নয়া বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ। গতকাল বুধবার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের(বেবিচক) এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, প্রত্যেক যাত্রীকে এদেশে প্রবেশের ৩ দিন আগে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২৫ এপ্রিল থেকে। তবে কত দিনের জন্য এই বিধিনিষেধ জারি করা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
জারিকৃত বিধিনিষেধে বলা হয়েছে যে, বাংলাদেশে প্রবেশ করার তিন দিন আগেই প্রত্যেক যাএীকে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। পূরণ করা ফর্মটিতে একটি QR কোড থাকবে যা বাংলাদেশে আগমনের সময় দেখাতে হবে।
তাই যারা আগামী ২৫ এপ্রিলের পর বাংলাদেশে ভ্রমন করবেন অনুগ্রহপূর্বক হেলথ ডিক্লারেশন ফর্ম অনলাইনে তিন দিন পূর্বেই পূরণ করবেন।