মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ এর তফসিল ঘোষনা করা হয়েছে। সোমবার(৯ জানুয়ারি) দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী৷ ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি নির্বাচন ২০২৩ অনুষ্টিত হবে। সে অনুযায়ী নির্বাচনে অংশ গ্রহণকারীরা আগামী ১১ জানুয়ারি ২০২৩খ্রি. সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনারের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করবেন। মনোনয়নপত্র জমাদান ১২ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বাছাই ১২জানুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহার ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ওইদিন-ই বিকেল ৪টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর নির্বাচন অনুষ্টিত হবে আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রেসক্লাব সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ৩৮ হলেও দুইজন সদস্য দেশের বাহিরে অবস্থান করায় ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি গঠন করবেন। |